Home খেলা সুখবর পেল বাংলাদেশ

সুখবর পেল বাংলাদেশ

SHARE

এশিয়া কাপে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সের নেতিবাচক প্রভাব পড়েছিল আইসিসি র‌্যাঙ্কিংয়েও। আটে থাকা শ্রীলঙ্কার কাছে জায়গা হারিয়েছিল সাতে থাকা সাকিব আল হাসানের দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে উড়ন্ত জয়ে একধাপ এগিয়ে আবারও সাতে ফিরেছে টিম টাইগার্স।
আজ রোববার সবশেষ প্রকাশিত আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, বাংলাদেশ অবস্থান করছে সপ্তম স্থানে। লাল-সবুজ জার্সিধারীদের বর্তমান রেটিং পয়েন্ট ৯৩। অন্যদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরে লঙ্কানদের পয়েন্ট এখন ৯১।

১১৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান আছে দুইয়ে, রেটিং পয়েন্ট ১১৫। এশিয়া কাপের শুরুতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল পাকিস্তান। ১১২ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।