করোনা পরিস্থিতিতে ছয় মাস ধরে বন্ধ থাকা দেশের সব সিনেমা হল ১৬ অক্টোবর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতা মিয়া আলাউদ্দিন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রণালয়ে এক বৈঠকে মন্ত্রী হল মালিকদের ১৬ অক্টোবর থেকে সিনেমা হল চালু করার কথা জানানো হয়।
সেই বৈঠকের বরাত দিয়ে মিয়া আলাউদ্দীন বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে ১৬ অক্টোবর থেকে আমাদেরকে সারা দেশে সিনেমা হল চালু করার জন্য বলেছেন তথ্যমন্ত্রী। আমরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’
করোনা পরিস্থিতিতে গত ১৮ মার্চ থেকে সারা দেশের সব সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়।