Home খেলা এশিয়ার মাটিতে বাংলাদেশ ভয়ঙ্কর দল: উইলিয়ামসন

এশিয়ার মাটিতে বাংলাদেশ ভয়ঙ্কর দল: উইলিয়ামসন

SHARE

টানা দুই ম্যাচে দুই জয়। স্বভাবতই দুর্দান্ত ফর্মে আছে ২০১৯ বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড। এই ম্যাচ দিয়েই ইনজুরি কাটিয়ে একাদশে ফিরছেন কেন উইলিয়ামসন। এশিয়ার মাটিতে বাংলাদেশ যে অন্যান্য দলের থেকে ভয়ঙ্কর এবং বাংলাদেশের স্পিন বড় চ্যালেঞ্জ, মানছেন ডানহাতি এই ব্যাটার।

শুক্রবার চেন্নাইর স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। চেন্নাইর উইকেট কিছুটা স্পিন সহায়ক হয়ে থাকে। আর এটা নিয়েই বেশি চিন্তিত কেন উইলিয়ামসন।

সে ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে উইলিয়ামসন বলেন, ‘আমরা জানি আগামীকাল স্পিনের কঠিন পরীক্ষা আমাদের জন্য অপেক্ষা করছে এবং সবাই এখানে আসে যেকোন দিন যে কাউকে হারিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে। এই ব্যাপারটাই টুর্নামেন্টকে আরো প্রাণবন্ত করে এবং কন্ডিশনও পরিবর্তন হয় প্রতিনিয়ত। এখানে এক মাঠের উইকেট থেকে আরেক মাঠের উইকেটে ভিন্নতা রয়েছে। কোনো জায়গায় স্পিন, কোনো জায়গায় ব্যাটিং সহায়ক। তবে আমার মনে হয় দুই দলেরই দারুণ কিছু স্পিনার রয়েছে, যারা আগামীকাল খেলতে পারে।’

উইলিয়ামসন যোগ করেন, ‘এশিয়ার মাটিতে বাংলাদেশ ভয়ঙ্কর দল। তারা এই পরিবেশে খেলে অভ্যস্ত এবং তাদের অনেক ম্যচ উইনার রয়েছে যারা যেকোন সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হয় এই রকম বৈশ্বিক ইভেন্টে যারা খেলতে আসে, তারা যেকোন দিন যেকোন দলকেই হারিয়ে দিতে পারে কন্ডিশনের সঙ্গে মানিয়ে ও ম্যাচ উইনারদের সহযোগিতা নিয়ে।’

প্রতিটা দলই আলাদা আলাদা পরিকল্পনা ও চ্যালেঞ্জ দিয়ে থাকে প্রতিপক্ষকে। সেটি মনে করিয়ে কেন উইলিয়ামসন বলেন, ‘প্রত্যেক দলই আপনাকে চ্যালেঞ্জ জানাবে এবং আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ হলো আপনি দলের গুরুত্বপূর্ণ সময়ের আপনি কতটা দলকে সাহায্য করতে পারছেন কতটা দলের প্রতি নিবেদিত আপনি সেটা পরখ করা। প্রত্যেক ম্যাচই অনেক কঠিন। তাই প্রতি ম্যাচেই আমাদের সেরাটা খেলতে হবে।’