Home খেলা ওয়ার্নার-মার্শের সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়া

ওয়ার্নার-মার্শের সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়া

SHARE

দুই ওপেনারই করলেন সেঞ্চুরি। পেরিয়ে গেলো ৩২টি ওভার। এখন পর্যন্ত একটি উইকেটের দেখা পায়নি পাকিস্তান। পাকিস্তানি বোলিংকে রীতিমত পাড়া-মহল্লামানে নামিয়ে এনেছেন ডেভিড ওয়ার্নার আর মিচেল মার্শ।
ওয়ার্নার তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি, মিচেল মার্শ ক্যারিয়ারের দ্বিতীয়। মার্শ এরই মধ্যে তার ক্যারিয়ারসেরা ইনিংস খেলে ফেলেছেন। অপরাজিত আছেন ১০৭ রানে। ওয়ার্নারের রান এখন ১০১।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩২ ওভারে বিনা উইকেটেই ২২৬ রান। অর্থাৎ রানপাহাড় গড়ার পথে আছে অসিরা।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এর আগে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।