স্বাস্থ্য অধিদপ্তরে দুর্নীতির অনুসন্ধান চলছে। অনুসন্ধান শেষে আরো অনেকের নাম আসতে পারে বলে জানিয়েছেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ২১ জন কর্মকর্তা কর্মচারীসহ তাদের পরিবারের ৪৩ জনের সম্পদের তথ্য চাওয়া হয়েছে। এছাড়া দুদকের গোয়েন্দা ইউনিটকে আরো শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।