Home জাতীয় সংসদের অধিবেশন শুরু, চলবে ২ নভেম্বর পর্যন্ত

সংসদের অধিবেশন শুরু, চলবে ২ নভেম্বর পর্যন্ত

SHARE

একাদশ জাতীয় সংসদের শেষ বা ২৫তম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।
আজ রোববার (২২ অক্টোবর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় সংসদের বৈঠক শুরু হয়।
এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদকালসহ কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ অধিবেশন আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। অবশ্য স্পিকার চাইলে এ মেয়াদ বাড়াতে-কমাতে পারবেন।
গত ১৪ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শেষ হয়। সংসদে সভাপতির দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশন ঘোষণা সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে ওই অধিবেশনের সমাপ্তি টানেন। ওই অধিবেশনে ১৮টি বিল পাস হয়। সংসদে বিল তোলা হয় ৩৫টি। পাসের অপেক্ষায় আছে ৫টি বিল। বাকিগুলো কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। চলতি অধিবেশনে এসব বিল পাস হতে পারে বলে জানা গেছে।