Home রাজনীতি ২৭ তারিখ থেকে নির্ঘুম রাত কাটাতে হবে আ. লীগের : কাদের

২৭ তারিখ থেকে নির্ঘুম রাত কাটাতে হবে আ. লীগের : কাদের

SHARE

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দেুল কাদের বলেছেন, এবার অস্তিত্বের প্রশ্ন, ২৭ তারিখ থেকে নির্ঘুম রাত কাটাতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের। বিএনপি ঢাকার অলিগলি থেকেও পালোনোর পথ পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২৫ অক্টোবর) বিকেল তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিয়ম সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দেুল কাদের বলেন, একাত্তরের বিজয়কে যদি সংহত করতে চান তাহলে বিজয়ের প্রধানতম শত্রু, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের আসল ঠিকানা বিএনপিকে পরাজিত করতে হবে। এরা হলো সব অপশক্তির বিশ্বস্ত ঠিকানা। এই দলকে পরাজিত করতে হবে। না হলে বিজয় সংহত হবে না। যারা আমাদের বিজয়কে বার বার রক্তাক্ত করেছে, তাদের পরাজিত করতে হবে।
এর আগে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা, ঢাকা জেলা শাখা, নির্বাচিত দলীয় জনপ্রতিনিধি এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।