Home আন্তর্জাতিক পারিশ্রমিকের টাকা ফেরত দিলেন মাহি

পারিশ্রমিকের টাকা ফেরত দিলেন মাহি

SHARE

পরীমণি ফিরিয়ে দেওয়ায় ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবিতে মাহিয়া মাহিকে নেওয়া হয়েছে, প্রযোজকের এমন বক্তব্য শুনে নিজেকে সরিয়ে নেন মাহি। এবার ছবিটির পারিশ্রমিকের ৯ লাখ টাকা ফেরত দিলেন তিনি। সংবাদমাধ্যমকে এ কথা মাহি নিজেই জানিয়েছেন।
এদিকে মাহির পারিশ্রমিক ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ‘ডার্ক ওয়ার্ল্ড’-এর পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘মাহি এই ছবিতে আর কাজ করবেন না বলে মাসের শুরুর দিকে আমাকে জানিয়েছিলেন। কিন্তু আমি চেষ্টা করে গেছি তাকে ফিরিয়ে আনার। কিন্তু কাজ হয়নি। তিনি অনড় তার সিদ্ধান্তে। পারিশ্রমিক হিসেবে তিনি যে টাকা নিয়েছেন, তা ফেরত দেওয়ার জন্য কয়েক দফা ফোনেও বলেছিলেন আমাকে।’
‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবির শুটিংয়ের প্রথম দিন একটি দৃশ্যে অভিনয় করেন মাহি। এক দিন পর ফের কাজ শুরু করার কথা ছিল। কিন্তু তা আর হয়ে ওঠেনি। কেননা এর মধ্যে মাহির কানে আসে, ছবিটিতে পরীমণির অভিনয় করার কথা ছিল। তাকে না পেয়ে মাহিকে নেওয়া হয়েছে। বিষয়টি আত্মসম্মানে লেগেছে তার।
এ প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি তো জানি না যে আরেকজন নায়িকা না পেয়ে আমাকে নিয়েছেন। এটি হতেই পারে। দোষের কিছু নয়। কিন্তু প্রযোজক যে ভঙ্গিতে, যে ভাষায় কথাটি গণমাধ্যমে বলেছেন, এটি আমার ভালো লাগেনি। তিনি আমাকে একজন ছোটখাটো নায়িকা হিসেবে বিবেচনা করেছেন। এতে আমি খুবই বিরক্ত বোধ করেছি। আমার কাছে এটি অপমানজনক মনে হয়েছে। তাই পরদিনই ছবিটি করব না বলে জানিয়ে দিয়েছি। এরপর পরিচালক থেকে বারবার যোগাযোগ করা হয়েছিল কিন্তু আমার সিদ্ধান্তে আমি অটল, আর করছি না ছবিটি।’