Home বিনোদন প্রেমে পড়েছি : সোহানা সাবা

প্রেমে পড়েছি : সোহানা সাবা

SHARE

প্রেমে পড়েছেন অভিনেত্রী সোহানা সাবা, এই মুহূর্তে যার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন; তাকে কিছু ছাড়া কিছুই ভাবতে পারছেন না তিনি।
সম্প্রতি তার অভিনীত ‘অসম্ভব’ সিনেমা মুক্তি পাওয়া নিয়ে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন সাবা।
তিনি জানান, জীবনে লাভ অ্যাট ফার্স্ট সাইট যার সঙ্গে হয়েছে তার সঙ্গেই এই মুহূর্তে সম্পর্কে আছেন। তারা দুজন জীবন গোছানোর সিদ্ধান্তও নিয়েছেন।
সাবা বলেন, সে আমার প্রেমে পড়েছি কি না জানি না। কিন্তু তাকে দেখে আমি প্রথম দিনে প্রেমে পড়ে যাই। আমি তার সাথে আজীবন থাকতে চাই। আমি তাকে ছাড়া একটা মুহূর্তও ভাবতে পারি না।
কবরী সারোয়ার পরিচালিত ‘আয়না’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সোহানা সাবার। পরে বেশকিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছন।
সোহানা সাবা ও পরিচালক মুরাদ পারভেজ বিয়ে করেছিলেন ভালোবেসে। তবে বোঝাপড়ার সব পাট চুকে যাওয়ায় ২০১৫ সাল থেকে আলাদা থেকে পরের বছর বিচ্ছেদের ঘোষণা দেন তারা। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।