Home আন্তর্জাতিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত

SHARE

পূর্ব ভূমধ্যসাগরে একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন সামরিক বাহিনী বলছে, নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারটি কোথা থেকে উড়ছিল বা কোথায় বিধ্বস্ত হয়েছে, তা উল্লেখ করেনি মার্কিন বাহিনী।

ইসরায়েল এবং হামাসের সংঘর্ষ ঘিরে যুক্তরাষ্ট্র গত এক মাসে পূর্ব ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরী, সেইসাথে জাহাজ এবং বহু যুদ্ধবিমানকে নিয়ে গেছে। তাদের আশঙ্কা চলমান সংঘাত এই অঞ্চলের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যেন এই সংঘাতে যোগ দিতে না পারে, সেটা নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেন, সেনা সদস্যরা আমাদের দেশের জন্য প্রতিদিন জীবন বাজি রাখছেন। আমরা নিহত সব যোদ্ধার পরিবারের জন্য প্রার্থনা করছি।