Home রাজনীতি মিছিল নিয়ে খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় মাশরাফি

মিছিল নিয়ে খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় মাশরাফি

SHARE

নেতাকর্মীদের নিয়ে খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।
আজ সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মিছিল নিয়ে খুলনা সার্কিট হাউজ মাঠে এসে পৌঁছান। মিছিলে আসা নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। প্রিয় ক্রিকেটার মাশরাফিকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন অনেকে।
মাশরাফি ছাড়াও বিভিন্ন জেলা উপজেলার নেতারা তাদের কর্মী নিয়ে মিছিল সহকারে জনসভায় যোগ দিচ্ছেন সকাল থেকেই।
সকাল থেকে স্লোগানে মুখরিত খুলনার রাজপথ। সকাল ৭টা থেকে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করছেন। বিভিন্ন ব্যানার, ফেস্টুন, ব্যাজ, প্ল্যাকার্ডসহ নগরীর প্রধান সড়ক দিয়ে মিছিল শোডাউন করছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর সার্কিট হাউজ মাঠসহ আশপাশের রাস্তায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়বার মতো। বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। অনেকেই বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে জড়ো হচ্ছেন। সাদা, হলুদ, লাল রঙের টিশার্ট ও টুপি পরে বাহারি সাজে সেজেছেন। অনেকেই লাল সবুজের পতাকার রঙে পোশাক পরে নৌকা মাথায় ও হাতে নিয়ে জনসভাকে সফল করতে এসেছেন।