Home জাতীয় সবার মনোনয়ন চাওয়ার অধিকার আছে : শিক্ষামন্ত্রী

সবার মনোনয়ন চাওয়ার অধিকার আছে : শিক্ষামন্ত্রী

SHARE

প্রতিটি সংসদীয় আসনেই আওয়ামী লীগের একাধিক যোগ্য প্রার্থী থাকে। তাই সকলের মনোনয়ন চাওয়ার গণতান্ত্রিক অধিকার রয়েছে। মনোনয়ন কাকে দেওয়া হবে, সেটা মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে চাঁদপুরস্থ কদমতলা রোডের শিক্ষামন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি বড় ও প্রাচীন দল। যারা এই দলটিতে কাজ করেন সারা জীবন মানুষের সঙ্গে আন্দোলন সংগ্রাম করেই তারা একটা পর্যায়ে আসে। যাকেই মনোনয়ন বোর্ড মনোনয়ন দেবেন নৌকার প্রার্থীর পক্ষে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত এবং দলীয় ঐক্য কে সুদৃঢ় করবে।

এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।