Home রাজনীতি রওশন এরশাদ তিনটি মনোনয়ন ফরম নেবেন : চুন্নু

রওশন এরশাদ তিনটি মনোনয়ন ফরম নেবেন : চুন্নু

SHARE

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, রওশন এরশাদ ফোন করে ফরম নেয়ার আগ্রহের কথা বলেছিলেন। তিনি তিনটি আসনের জন্য মনোনয়নপত্র নেওয়ার কথা জানিয়েছেন।
আজ শনিবার ২৫ নভেম্বর পার্টির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রওশন এরশাদ এখনো কেনো লোক পাঠাননি। তিনি চাইলে, প্রয়োজনে নিজে তার বাসায় ফরম নিয়ে যাব।
মুজিবুল হক চুন্নু বলেন, দলের মাঝে কোন দ্বন্দ্ব নেই, ভাঙন নেই। জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। সব দলের নিজস্ব কৌশল আছে, আমরা সেটি নিয়েই আগাচ্ছি।