Home খেলা আমি আর বেশি দিন নাই : পাপন

আমি আর বেশি দিন নাই : পাপন

SHARE

২০১২ সালের অক্টোবর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন। এক এক করে সময়টা প্রায় এক যুগে এসে ঠেকেছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেটের অনেক উত্থান-পতন হয়েছে। সাফল্য এসেছে অনেক, ব্যর্থতার পাল্লাও কম ভারী নয়। সাফল্য-ব্যর্থতার ক্ষেত্রে কৃতিত্ব কিংবা দায়ী করার জন্য সবচেয়ে বড় যে ব্যক্তিটিকে বেছে নেওয়া হয়, তিনি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি।
এবার বিসিবি সভাপতির পদ ছাড়ার ইঙ্গিত দিয়ে রাখলেন পাপন। আজ নিজ বাসভবনে জাতীয় দলের সাবেক অধিনায়ক, ওপেনার তামিম ইকবালের সঙ্গে একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন নিজের বিসিবিতে থাকা না থাকা নিয়ে মন্তব্য করেন। সেখানে জানান, তিনি আর একবছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করতে চান।
বিসিবি ছাড়ার ইঙ্গিত দিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘এই টার্ম তো আর বেশি দিন নাই। আমিও আর বেশি দিন নাই। আমার প্ল্যান হচ্ছে, আর একটা বছর আছে। এবং এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব। যা যা করা দরকার এটা আমি করে যাবো। সেটা ঠিক হবে কি না আমি জানি না। আমি যেটা মনে করি, এটা করা দরকার, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নেব।’
বাকি যে কয়েক দিন আছেন ক্রিকেটে, সে কদিনে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নেবেন বলে জানালেন তিনি। পাপন বলেন, ‘একেকজন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন নেবো এসবের মধ্যে আমি নাই। আমি নিজে ভেতরে ঢুকবো, আগে যেমন সব জানতাম। আমি জানি না অনেক কিছু। সেটা তামিমও স্বীকার করলো সে জানে না। আমি বললাম আমি আগে সব জেনে নিই। কেবল তোমার সঙ্গে কথা বললে তো হবে না, আমি সবার সঙ্গে কথা বলি। ভেতরে যেয়ে ক্রিকেটের স্বার্থে যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেব।’
সিদ্ধান্ত নেওয়ার পর এর ফলাফল কী হবে তা নিয়ে চিন্তিত নন পাপন। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার পর কে পছন্দ করল বা না করল তাতে আমার কিছু যায় আসে না। ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয়, সেটা যদি খুব কঠিনও হয়, আমি নেব।’