Home রাজনীতি রওশনের প্রতি সম্মান রেখে ফাঁকা থাকলো ময়মনসিংহ-৪

রওশনের প্রতি সম্মান রেখে ফাঁকা থাকলো ময়মনসিংহ-৪

SHARE

সংসদের বিরোধী দলের নেত্রী রওশন এরশাদের প্রতি সম্মান রেখে ময়মনসিংহ-৪ আসন খালি রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন মহাসচিব।
তিনি বলেন, রওশন এরশাদ এখনও মনোনয়ন নেননি। তবে তার প্রতি সম্মান রেখে ময়মনসিংহ-৪ আসন শূন্য রাখা হয়েছে।

এ সময় তিনি জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে লড়বেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
এছাড়া ৩০০ আসনে লাঙল প্রতীকের চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণার কথা থাকলেও ২৮৯ আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানান চুন্নু।

দলটির পক্ষ থেকে জানানো হয়, মনোনয়ন বোর্ডের সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে বোর্ডের সদস্যদের নিয়ে আলোচনায় বাছাই শেষে বিকেলে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা চার দিনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন প্রায় ১৮০০ নেতাকর্মী। এরমধ্যে ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি, ২২ নভেম্বর ৩৩১টি, ২৩ নভেম্বর ২২৭টি এবং ২৪ নভেম্বর ১৫টি ফরম কেনেন মনোনয়নপ্রত্যাশীরা।