Home আন্তর্জাতিক যুদ্ধবিরতি শেষে ইসরায়েলি হামলায় নিহত ২১ ফিলিস্তিনি

যুদ্ধবিরতি শেষে ইসরায়েলি হামলায় নিহত ২১ ফিলিস্তিনি

SHARE

অবরুদ্ধ গাজা উত্যকায় সাত দিনের যুদ্ধবিরতির শেষে পুনরায় হামলা চালিয়ে ২১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আজ শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৭টায় যুদ্ধবিরতি শেষ হওয়ার এক ঘণ্টা আগেই রকেট ও বিমান হামলা শুরু করে এই হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, এখন পর্যন্ত উত্তর গাজার বেইট লাহিয়ায় দুজন নিহত হয়েছেন। মধ্য গাজার মাগাজিতে সাতজন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে একজন নিহত হয়েছেন। খান ইউনিসের দক্ষিণে হামাদ শহরে দুজন নিহত হয়েছেন। তাছাড়াও মিসর-গাজা সীমান্ত রাফাহ ক্রসিংয়ের নিকট নয়জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় টানা ৫১ দিন আগ্রাসন চালিয়ে ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েল। তারপর কাতারের মধ্যস্ততায় সাতদিনের যুদ্ধবিরতি দিয়ে পুনরায় হত্যাজ্ঞ শুরু করেছে ইসরায়েল। শুক্রবার সকাল থেকে বোমা হামলা করে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।