Home খেলা ভারতের বিপক্ষে বৃষ্টি আইনে জিতল দক্ষিণ আফ্রিকা

ভারতের বিপক্ষে বৃষ্টি আইনে জিতল দক্ষিণ আফ্রিকা

SHARE

ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান রিংকু সিংয়ের ব্যাটিং ঝড় চলছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখানোর পর এবার দক্ষিণ আফ্রিকাতেও রানের দেখা পেলেন বাঁহাতি ব্যাটসম্যান।
মঙ্গলবার রাতে পোর্ট এলিজাবেথে রিংকুর ৩৯ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংসে ভারত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটে ১৮০ রান তোলে। অধিনায়ক সূর্যকুমার যাদবও দারুণ অবদান রাখেন। ৩৬ বলে করেন ৫৬ রান। কিন্তু ম্যাচটা জিততে পারেনি সফরকারীরা। বৃষ্টি আইনে ১৫ ওভারে ১৫২ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা। ৭ বল আগে ৫ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা।
রিংকু সিং ৬৮ রানের ঝড়ো ইনিংসটি খেলেন ৯ চার ও ২ ছক্কায়। ১৭৪.৩৫ স্ট্রাইক রেটে সাজানো ছিল ইনিংসটি। এছাড়া ভারতের অধিনায়ক সূর্যকুমার ৫৬ রান করেন ৫ চার ও ৩ ছক্কায়। তিনে নেমে তিলাক ভার্মা ২০ বলে করেন ২৯ রান। শেষ দিকে রবীন্দ্রর জাদেজার ব্যাট থেকে আসে ১৪ বলে ১৯ রান।
বল হাতে দক্ষিণ আফ্রিকার সেরা পেসার জেরাল্ড কোয়েটজি। হ্যাটট্রিকের অপেক্ষায় থাকা এ পেসার ৩২ রানে পেয়েছেন ৩ উইকেট। তার করা ইনিংসের শেষ ওভার শেষ হয়নি বৃষ্টির কারণে।
লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই ছিল মারমুখী। রেজা হেনড্রিকস ওপেনিংয়ে নেমে ২৭ বলে করেন ৪৯ রান। অধিনায়ক আইডেন মার্করাম ১৭ বলে দ্রুত ৩০ রান যোগ করেন। শেষ দিকে ট্রিসটান স্টাবসের ১২ বলে ১৪, ডেভিড মিলারের ১২ বলে ১৭ ও আন্দ্রিলে ফিকোযাওয়ের ৪ বলে ১০ রানের অবদানে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।
বল হাতে ভারতের হয়ে ৩৪ রানে ২ উইকটে নেন মুকেশ কুমার। ১টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির বাগড়া। জোহানেসবার্গে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।