Home জাতীয় সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে : ডেপুটি স্পিকার

সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে : ডেপুটি স্পিকার

SHARE

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) আসনের আ. লীগের মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শামসুল হক টুকু এমপি বলেছেন, নিজেদের মধ্যে মান-অভিমান ও দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে আবারও বিজয়ী করে তাঁকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত দেশের শত্রু, ওরা দেশকে ধ্বংস করতে চায়, আর আ. লীগ দেশের আরও উন্নয়ন করতে চায়। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা ৭ জানুয়ারি ভোটের দিন ভোট কেন্দ্রে যেতে ভোটারদের বাঁধা দেবে তাঁদেরকে প্রতিহত করতে হবে।
গত ১৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলার নাকালিয়া মনজুর কাদের ডিগ্রী কলেজ মাঠে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ড (৭,৮,৯) নং ওয়ার্ড আ. লীগের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৭নং ওয়ার্ড আ. লীগের সভাপতি মো. ইয়ামিন আলির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, পাবনা জেলা পরিষদের সদস্য মাসুদ রানা ময়ছার, সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আ. হামিদ সরকার, ইউনিয়ন আ. লীগের সভাপতি আবু বকার সিদ্দিক, সাধারণ সম্পাদক একেএম সায়েম মনি, ইউনিয়ন আ. লীগের সাবেক সভাপতি হাজী নুর ইসলাম সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ওসমান গনি প্রমূখ।