Home জাতীয় বিশ্ব ইজতেমা শুরু ২ ফেব্রুয়ারি

বিশ্ব ইজতেমা শুরু ২ ফেব্রুয়ারি

SHARE

টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব।
এরপর চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ৯ ফেব্রুয়ারি শুরু হবে। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার শেষ পর্ব।
এবার বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে।
যাত্রাবাড়ী থেকে আসা মো. আফতাব হোসেন বলেন, আল্লাহর কাজ করতে এসে যত মেহনত হবে, ততই সওয়াব হবে।
গতবারের মতো এবারও প্রথম পর্বে মাওলানা যোবায়ের অনুসারী মুসল্লিরা টঙ্গী ময়দানে ইজতেমার আয়োজন করছেন। এরপর মাঝে চারদিন বিরতি দ্বিতীয় পর্বে মাওলানা সা’দের অনুসারীরা ইজতেমা আয়োজন করবেন।
মাওলানা জোবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে ময়দানের সব কাজ শুরু হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি ইজতেমা শুরু হবে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, এবারও বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের সেবায় সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। এ ছাড়া ইজতেমা সফল করার লক্ষ্যে আমি নিজে ময়দানের খোঁজখবর রাখছি।