Home আইন আদালত র‌্যাবের অভিযানে টাকলা হায়াতসহ ৯ সন্ত্রাসী গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে টাকলা হায়াতসহ ৯ সন্ত্রাসী গ্রেপ্তার

SHARE

সন্ত্রাসী গ্যাং ‘কবজি কাটা গ্রুপ’ এর অন্যতম মূলহোতা টাকলা হায়াতসহ ৯ সন্ত্রাসীকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২।
বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রিক ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টায় তারা জড়িত ছিলেন।
এ ব্যাপারে আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিস্তারিত জানাবেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।