Home খেলা দরিভালই হচ্ছেন ব্রাজিলের নতুন কোচ

দরিভালই হচ্ছেন ব্রাজিলের নতুন কোচ

SHARE

কদিন আগেই আদালতের নির্দেশে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতির দায়িত্বে পুনর্বহাল হয়েছেন এদনালদো রদ্রিগেজ। আর ক্ষমতা ফিরে পেয়েই নেইমারদের ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজকে বরখাস্ত করেন তিনি। এরপর থেকেই ফের আলোচনা ওঠে ব্রাজিলের নতুন কোচ কে হবেন তা নিয়ে।

দিনিজ বরখাস্ত হওয়ার পর দরিভাল জুনিয়রই ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন এমন খবর প্রকাশিত হয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে। নেইমার-ভিনিসিয়ুসদের কোচের দায়িত্ব নেয়ার নিকটে পৌছেছেন দরিভাল।

বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের ক্লাব সাও পাওলোর প্রধান কোচের দায়িত্বে ছিলেন দরিভাল। তবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে ইতোমধ্যেই সাও পাওলোর কোচের দায়িত্ব ছেড়েছেন তিনি।

দরিভালের সঙ্গে সিবিএফ সভাপতি রদ্রিগেজ নিজেই যোগাযোগ করছেন বলেও জানা গেছে। রয়টার্স ছাড়াও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোও জানিয়েছে এমন খবর। গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, দরিভালের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয় অনেটাই এগিয়েছে। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানা গেছে।