Home খেলা বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না আফিফ-শামীম

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না আফিফ-শামীম

SHARE

বিসিবি বেশ হিসাব করে এবার কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটার নিচ্ছে। তামিম ইকবাল স্বেচ্ছায় চুক্তি থেকে সরে গেছেন। বাদ পড়তে পারেন আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি ও মোসাদ্দেক হোসেন সৈকত। শেখ মেহেদিকেও চুক্তিতে রাখা হয়নি। অথচ টি২০ ক্রিকেটের পাশাপাশি ওয়ানডেও নিয়মিত খেলছেন তিনি।

সীমিত ওভারের চেয়ে টেস্ট ক্রিকেটারদের অগ্রাধিকার ভিত্তিতে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে। জাকির হাসান, মাহমুদুল হাসান জয়কে রাখা হচ্ছে ২১ জনে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন।

এবার তিন সংস্করণে চুক্তি পাওয়া ক্রিকেটারের সংখ্যা বাড়বে। সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের সঙ্গে নাজমুল হোসেন শান্ত ও পেসার শরিফুল ইসলামকেও লাল এবং সাদা বলের চুক্তিতে নেওয়া হবে। অর্থাৎ সিনিয়র ক্রিকেটারদের পরই বেশি বেতন পাবেন তারা। এ মাসেই অনুমোদন দেওয়া হতে পারে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের নাম।