Home জাতীয় স্কুল খোলা ও পরীক্ষার সিদ্ধান্ত শিগগিরই: শিক্ষামন্ত্রী

স্কুল খোলা ও পরীক্ষার সিদ্ধান্ত শিগগিরই: শিক্ষামন্ত্রী

SHARE

করোনায় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান এবং পরীক্ষার কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে শিগিররই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

করোনা পরিস্থিতি কারণে গেল ১৭ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এরপর দফায় দফায় বাড়ানো হয় বন্ধের মেয়াদ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। তবে, এর মাঝে সরকারের তরফ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেয়ার জন্য প্রস্তুতি নেয়ার ঘোষণা আসলেও কবে খোলা হবে সে বিষয়ে এখনও কোনো নির্দেশনা আসেনি।