Home খেলা ব্যলন ডি অর, ফিফা দ্য বেস্ট নিয়ে যা বললেন রোনালদো

ব্যলন ডি অর, ফিফা দ্য বেস্ট নিয়ে যা বললেন রোনালদো

SHARE

কদিন আগেই ফিফা দ্য বেস্টের পুরস্কার জিতে নিয়েছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপজয়ী এই ফুটবলার ফিফার শীর্ষ এই পুরস্কার জেতার পথে টপকে গেছেন আর্লিং হলান্ড এবং কিলিয়ান এমবাপেকে। এরপর থেকেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। মেসির দ্য বেস্টের পুরস্কার জেতা মেনে নিতে পারেননি অনেকেই। এবার এ নিয়ে মুখ খুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও।
গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়সহ ট্রেবল জিতেছিলেন হলান্ড। ব্যক্তিগত অর্জনেও তিনি ছিলেন বেশ এগিয়ে। ফলে ফিফা দ্য বেস্ট পুরস্কার জেতার দৌড়ে এগিয়ে ছিলেন তিনি। তবে অনেকটা অপ্রত্যাশিতভাবেই এই পুরস্কার জিতে নেন মেসি।

পর্তুগালের ক্রীড়া দৈনিক রেকর্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন রোনালদো। পর্তুগীজ মহা তারকা বলেন, ‘আমি মনে করি, এই পুরস্কারগুলো কোনো না কোনোভাবে তাদের বিশ্বাসযোগ্যতা হারায়। আমাদের পুরো মৌসুম বিশ্লেষণ করতে হবে।’

এরপর তিনি বলেন, ‘এই পুরস্কারের লড়াইয়ের জন্য মেসি, হালান্ড ও এমবাপ্পের লড়াই ঠিক আছে, ‘আমার কথার মানে এই নয় যে মেসি এর যোগ্য ছিল না কিংবা হলান্ড এমনকি এমবাপ্পেও এর যোগ্য ছিল না।’
রোনালদো আরও বলেন, ‘আমি গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতেছি বলেই এমনটা বলছি তা নয়। আমাদেরকে সংখ্যার দিকে তাকাতে হবে কারণ সংখ্যা কখনোই ধোকা দেয় না। আমি ৫৪টি গোল করেছি, এবং এটাই সত্য। তাই তারা চাইলেও আমার কাছে থেকে ট্রফি ছিনিয়ে নিতে পারবে না।’