Home আন্তর্জাতিক ভূমধ্যসাগরে ৬০ জন অভিবাসন প্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগরে ৬০ জন অভিবাসন প্রত্যাশী উদ্ধার

SHARE

মাঝ সাগরে রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার হলো ৬০ অভিবাসন প্রত্যাশী। বুধবার (২৪ জানুয়ারি) ভূমধ্যসাগরে দলটিকে উদ্ধার করে সাইপ্রাসের কোস্টগার্ড। খবর জানিয়েছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
গত ১৮ জানুয়ারি ছোট একটি কাঠের নৌকায় লেবানন থেকে রওনা দিয়েছিলো দলটি। এক সপ্তাহ ধরে ভাসছিলো সাগরে। বিরূপ আবহাওয়ায় উত্তাল সাগরে টিকে ছিল কোনোমতে। এরপর একটি বাণিজ্যিক জাহাজের নজরে এলে খবর দেয়া হয় সাইপ্রাসের কোস্টগার্ডকে।
জাহাজ ও হেলিকপ্টার নিয়ে শুরু হয় উদ্ধার অভিযান। অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তিন শিশুসহ চারজনকে। আরও তিন জনের পা ছিল ভাঙ্গা। পানিশূন্যতায় ভুগছিলেন নৌকার সবাই। অভিবাসন প্রত্যাশী দলটির সবাই সিরিয়ার নাগরিক।