Home বিনোদন ১৫ বছর পর পর্দায় ফিরছেন প্রীতি জিনতা

১৫ বছর পর পর্দায় ফিরছেন প্রীতি জিনতা

SHARE

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাকে আজকাল পর্দায় দেখা যায় না। তাই বলে তাকে ভুলে যাননি দর্শক। এখনও তার সেই টোল পরা গালের হাসি পর্দায় দেখতে চান। তাদের চাওয়া পূরণ হচ্ছে। দেড় দশকের বিরতি ভেঙে ফের পর্দায় ফিরছেন প্রীতি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গত ২৪ জানুয়ারি বুধবার লুক টেস্টের পর মুম্বাইয়ের এক স্টুডিও থেকে বের হতে দেখা যায় প্রীতিকে। তারপরই কামব্যাকের খবর ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে, ‘লাহোর ১৯৪৭’-এর মাধ্যমে ফেরার গল্প লিখতে চলেছেন প্রীতি। এ ছবিতে তার সঙ্গে থাকবেন সানি দেওল।
এদিকে গত বছর ‘গদর’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘গদর ২’ দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে সানির। ‘গদর’ ছবিতে তারা সিংহের চরিত্রে দেখা গিয়েছিল সানিকে। তার বিপরীতে শাকিনা চরিত্রে ছিলেন আমিশা প্যাটেল। দ্বিতীয় কিস্তিতেও আমিশাকে দেখা গেছে সানির বিপরীতে। ছবিটি নির্মাণ করেছিলেন অনীশ শর্মা।