Home খেলা শেষ ষোলো থেকেই মিসরের বিদায়

শেষ ষোলো থেকেই মিসরের বিদায়

SHARE

প্রাণভোমরা মোহাম্মদ সালাহ আগেই ছিটকে গেছেন। তার দল মিসরও বেশি দূর যেতে পারেনি আফ্রিকা কাপ অব নেশন্সে। রেকর্ড সাতবারের চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত হয়েছে শেষ ষোলোতে। পেনাল্টি শুটআউটে ডিআর কঙ্গোর কাছে ৮-৭ গোলে হেরেছে ফারাওরা।
প্রাণভোমরা সালাহ ছিটকে গেলেও একটা সম্ভাবনা ছিল ফেরার। মিসর ফাইনালে যেতে পারলেই সেটা সম্ভব হতো। কিন্তু বার বার পেনাল্টি শুটআউটকে অভ্যাসে পরিণত করা মিসরের শেষ রক্ষা হয়নি। ২০২১ সালের ফাইনালেও সেনেগালের কাছে শুটআউটে হেরেছিল তারা।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় ছিল। অতিরিক্ত সময়ে হেরফের হয়নি ম্যাচের। শুটআউটেও সমতা ছিল ৭-৭ গোলে। তার পর দুই দলের গোলকিপার গোল করতে নামলে মিসরের মোহাম্মদ আবু গাবাল শট মারেন ক্রসবারের ওপর দিয়ে। কিন্তু কঙ্গোর গোলকিপার আর কোনও ভুল করেননি। উইনিং স্পট কিকে নিশ্চিত করেছেন জয়।
উত্তেজনাকর ম্যাচে ৩৭ মিনিটে শুরুতে কঙ্গোকে এগিয়ে দিয়েছিলেন মেসচেক এলিয়া। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে সমতা ফেরান মিসরের মোস্তফা মোহাম্মদ। অতিরিক্ত সময়ে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিসরের মোহাম্মদ হামদি। তাতে ১০ জনের দলে পরিণত হয়ে পড়ে মিসর।

কোয়ার্টার ফাইনালে কঙ্গোর প্রতিপক্ষ গিনি। তারা শেষ ষোলোয় ইকুয়াটোরিয়াল গিনিকে ১-০ গোলে হারিয়েছে।