Home আন্তর্জাতিক মিয়ানমারে গুলিতে জান্তা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

মিয়ানমারে গুলিতে জান্তা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

SHARE

মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় জান্তা বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ব্রিগেডিয়ার জেনারেলসহ নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে কারেন রাজ্যের থিনগান নাইনাং শহরে এ ঘটনা ঘটে।
বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেলে দেশটির কারেন রাজ্যের থিনগান নাইনাং শহরে জান্তা বাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে বিদ্রোহীরা। এতে হেলিকপ্টারে থাকা ব্রিগেডিয়ার জেনারেল আয়ে মিন নাউং’সহ পাঁচ সেনাসদস্য নিহত হন বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র।
তিনি আরও বলেন, ‘হেলিকপ্টারে থাকা দুজন সার্ভিসম্যান বেঁচে গেছেন।’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি।
স্থানীয় গণমাধ্যমের দাবি, কারেন ন্যাশনাল ইউনিয়ন ও তাদের সহযোগী পিপলস ডিফেন্স ফোর্স এ হামলা চালিয়েছে।

মিয়ানমার জুড়ে ছড়িয়েছে ক্ষমতাসীন সামরিক জান্তা বাহিনী ও বিদ্রোহীদের লড়াই। এতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর তুলনায় বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়ছে জান্তা বাহিনী। একের পর এক এলাকা ও সেনাঘাঁটি হারানোর সঙ্গে প্রাণ হারাচ্ছেন সামরিক সদস্যরা। এতে প্রতিনিয়ত কোনঠাসা হয়ে পড়ছেন তারা।
গত এক সপ্তাহে বিদ্রোহী গোষ্ঠীর কাছে একটি শহর ও বেশ কয়েকটি সেনাঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। এছাড়া প্রাণ হারিয়েছে প্রায় একশ জান্তা সদস্য। সোমবার এসব তথ্য জানায় সংবাদমাধ্যম ইরাবতি। বিদ্রোহীদের দখল করা এসব সেনাঘাঁটির মধ্যে রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের মিনবিয়া শহরে থাকা মিয়ানমার সেনাদের ৩৮০ পদাতিক ব্যাটেলিয়নের সদর দফতরও।