Home খেলা তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ বরিশালের

তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ বরিশালের

SHARE

চট্টগ্রামে প্রথম দিনের রানের ফোয়ারা দেখা দিয়েছে দ্বিতীয় দিনের ম্যাচেও। সুপার ফোরের দৌড়ে টিকে থাকতে ঢাকার বিপক্ষে আজ ম্যাচটি বরিশালের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে ব্যাটিং স্বর্গে নিজের ক্যারিশমাটিক শো দেখাতে ভুল করেননি তামিম ইকবাল। ৭১ রানের ইনিংসে দলকে টেনে নিয়ে যান দারুণভাবে। এরপর শেষবেলায় সাইফউদ্দিনের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ পায় বরিশাল।

টসে জিতে বরিশালের হয়ে ইনিংস শুরু করতে নামেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল ও পাকিস্তান তারকা আহমেদ শেহজাদ। এ দুই জুটিতে দারুন সূচনা এনে দেন বরিশালকে। ব্যাক্তিগত ২৪ রানে শেহজাদ ফিরলে ভাঙে ৭৬ রানের জুটি।

এরপর সৌম্য সরকার ২৮ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১৩ রানের বেশি করতে পারেননি। তবে সতীর্থদের যাওয়া আসার মিছিলের মাঝে আক্রমণাত্মক ক্রিকেটে ৩৪ বলে অর্ধশতকে পৌঁছান তামিম। সাজঘরে ফেরার আগে ৪৫ বলে ৭১ রান করেন এই বাঁহাতি ব্যাটার।