Home বিনোদন শয়তান মুক্তি পেতেই অজয়ের বন্দুককাণ্ড ভাইরাল

শয়তান মুক্তি পেতেই অজয়ের বন্দুককাণ্ড ভাইরাল

SHARE

অজয় দেবগন অভিনীত ‘শয়তান’ বক্স অফিসে সদ্য মুক্তি পেয়েছে। এরইমধ্যে দর্শকদের মন জয় করেছে এই ছবিটি। ছবিটির উত্তাপ যখন ছড়িয়ে পড়েছে অজয়ভক্তদের মাঝে ঠিক তখনই ভাইরাল হলো অজয়ের এক পুরোনো এক কাণ্ড।

ঘটনাটি ঘটেছিল আগ্নেয়াস্ত্র নিয়ে। বন্দুক হাতে নিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন অজয়। ঘটনাটা বেশ পুরোনো হলেও, সোশাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে এই খবর।

বেশ কয়েক বছর আগে এক হোলি উৎসবের দিনে গাড়িতে করে বন্ধুবান্ধবের সঙ্গে মুম্বাইয়ের রাস্তায় ঘুরতে বেরিয়ে ছিলেন অজয়। সঙ্গে ছিলেন বিন্দু দারা সিং। গাড়ি থামিয়ে অজয় নাকি মদের দোকারে যান। আর সেখানেই অজয়ের কাছ থেকে উদ্ধার হয় বন্দুক।

শুধু আগ্নেয়াস্ত্র নয়, অভিনেতার গাড়িতে ছিল হকি স্টিক এবং তলোয়ার। অজয়ের কাছে এসব দেখে পুলিশ দ্রুত আটক করে অজয়কে। পরে জানা যায়, জব্দ হওয়া সেসব অস্ত্রের সবই ছিল সিনেমার ‘প্রপস’। আর বন্দুকটিও ছিল নকল। তাই বাধ্য হয়ে অজয়কে ছেড়ে দেন পুলিশ।

বর্তমানে অজয়ের ভীষণ কাজের চাপ। টানা কয়েকটি ছবি মুক্তি পাবে তার। মুক্তির তালিকায় রয়েছে ‘ময়দান’, ‘সিংহম অ্যাগেইন’র মতো সিনেমা। সঙ্গত কারণেই ভাইরাল এসব পুরোনো ইস্যুতে নজর দেওয়ার সময় নেই তার। তবে এ বছর বক্স অফিসে হিট করতে পারবেন কী না তিনি তা সময়ই বলে দেবে।