Home বিনোদন বলিউডে পা রাখতে চলেছেন উরফি!

বলিউডে পা রাখতে চলেছেন উরফি!

SHARE

ভারতীয় মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ। তবে অভিনয়ের চেয়ে স্টাইলিশ পোশাকের কারণে সব সময় থাকেন আলোচনায়। এবার নতুন ভূমিকায় দেখা যাবে উরফিকে। শোনা যাচ্ছে, খুব শিগগির বলিউডে পা রাখতে চলেছেন তিনি।

দীর্ঘ দিন ধরেই হিন্দি ছবিতে অভিনয় করতে চাইছিলেন উরফি। অবশেষে সেই সুযোগ পেয়েছেন তিনি। আগামী এপ্রিলে মুক্তি পাচ্ছে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত চর্চিত ছবি ‘লভ সেক্স অউর ধোকা’ ছবিটির সিক্যুয়েল।

সূত্রের খবর, এই ছবিতেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উরফি।

এর আগে জানা যায়, ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তুষারঅকাপুর ও মৌনী রায়। এবার উরফি সেখানে কোন চমক হাজির করেন, সেটাই দেখার।

বিতর্ককে যে কোনও দিন পাত্তা দেননি উরফি, সেটা নিজের কাজেকর্মে, হাবেভাবে বুঝিয়ে দেন তিনি। এবার অভিনয়ে তিনি অনুরাগীদের মন জয় করে নিতে পারবেন কি না, সেটাই দেখার।