Home আন্তর্জাতিক গাজার আল শিফা হাসপাতালে আরও অভিযানের আভাস ইসরায়েলের

গাজার আল শিফা হাসপাতালে আরও অভিযানের আভাস ইসরায়েলের

SHARE

ইসরায়েলি সামরিক বাহিনীর একজন শীর্ষ কমান্ডার বলেছেন, শেষ জঙ্গি হাতের মুঠোয় না আসা পর্যন্ত গাজার বৃহত্তম আল শিফা হাসপাতালে অভিযান অব্যাহত থাকবে।

এ হাসপাতালে গত কয়েক দিনের তুমুল লড়াইয়ে ১৭০ ফিলিস্তিনি জঙ্গি নিহত এবং জিজ্ঞাসাবাদের জন্যে কয়েকশ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সামরিক বাহিনীর মেজর জেনারেল ইয়ারন ফিংকেলম্যান শনিবার এক মন্তব্যে বলেছেন, আমরা এ অভিযান অব্যাহত রাখছি। আমরা এ অভিযান তখনই শেষ করব, যখন জীবিত কিংবা মৃত যে কোনোভাবেই শেষ জঙ্গিটি আমাদের হাতে আসবে।

তিনি আরও বলেছেন, হাসপাতালে চিকিৎধীন অসুস্থ ও আহতদের হাসপাতালের নির্দিষ্ট ভবনে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এরপরই ইসরায়েল পাল্টা হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে।