Home আইন আদালত ওয়াসার পানির দাম ২৫ শতাংশ বৃদ্ধি কেন অবৈধ না: হাইকোর্টের রুল

ওয়াসার পানির দাম ২৫ শতাংশ বৃদ্ধি কেন অবৈধ না: হাইকোর্টের রুল

SHARE

ওয়াসার পানির দাম ২৫ শতাংশ বৃদ্ধি কেন অবৈধ হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। পহেলা এপ্রিল এই দাম বাড়ানো হয়েছিলো। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চ এই রুল জারি করে করেন।

নিয়ম অনুযায়ী, বছরে একবার ওয়াসা পানির দাম বাড়াতে পারবে। কিন্তু ওয়াসা চলতি অর্থ বছরে দুই দফায় পানির দাম ৩০ শতাংশ বাড়ায়। প্রথম দফায় পাঁচ শতাংশ দাম বাড়ানো আইনগতভাবে সঠিক হলেও, দ্বিতীয় দফায় ২৫ শতাংশ বাড়ানো বেআইনি হওয়ায় এই রুল জারি করেন হাইকোর্ট। ওয়াসার এমডিসহ ৬ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।