Home আন্তর্জাতিক রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস মামলায় মুক্তি পেলেন ইমরান খান

রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস মামলায় মুক্তি পেলেন ইমরান খান

SHARE

ইসলামাবাদ হাইকোর্ট রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার অভিযোগে (সাইফার) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির কারাদণ্ড বাতিল করে করেছে।

ভয়েস অব আমেরিকা জানিয়েছে, প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বিচারপতি কারাদণ্ডের বিরুদ্ধে ইমরান খান এবং কুরেশির করা আপিল গ্রহণ করেন ও তাদের বেকসুর খালাসের রায় দেন।

শুনানিতে ইমরান খানের আইনজীবী বলেন, ভুয়া মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং বিচারপ্রক্রিয়া নিরপেক্ষে ছিল না। তবে হাইকোর্টের আদেশ সত্ত্বেও ইমরান খান ও কুরেশি জেল থেকে ছাড়া পাচ্ছেন না।

রায়ের পর পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর বলেন, পাকিস্তান ও পাকিস্তানের ২৫ কোটি মানুষের জন্য আজ একটি খুশির দিন। তিনি বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ও ভিত্তিহীন মামলার অবসান হয়েছে।

সাইফার মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছিল বিশেষ আদালত।