Home জাতীয় খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে

খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে

SHARE

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গতকাল শনিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘নতুন করে কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে। একই সঙ্গে তিনি পারিবারিক আবহে থাকার কারণে মানসিক ভাবে ভালো আছেন। ৮ তারিখ লন্ডনে আসার দিন আর আজকে হিসাব করলে তার অবস্থা উন্নতির দিকে।

তিনি আরো বলেন, ‘কি কি টেস্ট হচ্ছে অথবা কোন কোন রোগের বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে সেটা এখনো বলার সময় আসেনি। তবে বিখ্যাত নেফরোলজিস্ট জেনিফার ক্লোজ, বিখ্যাত কার্ডিওলজিস্ট ড. রটসন বেগম জিয়াকে দেখেছেন।’

ডা. জাহিদ হোসেন বলেন, ‘সোমবার নাগাদ বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের মেডিকেল টিম বসতে পারে। বেগম জিয়াকে অন্য কোন দেশে আপাতত নেওয়ার পরিকল্পনা নেই বলেও জানান ডা. জাহিদ।

এদিকে জানা গেছে, বেগম জিয়ার চিকিৎসার সময়সীমা আরো বাড়তে পারে। এজন্য সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

শনিবার লন্ডন সময় বিকাল ৪টার দিকে তারেক রহমান তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালে দুই পুত্রবধূ ছাড়াও ৩ নাতনী সময় দিচ্ছেন।
এছাড়া সার্বিক বিষয় দেখাশুনা করছেন তারেক রহমান নিজে।

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বুধবার (৮ জানুয়ারি) ইংল্যান্ডের ‘মধ্য-পশ্চিম লন্ডনের’ মেরিলিবন রোডের ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। বিশেষায়িত এই হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

আধুনিক চিকিৎসাব্যবস্থা-সংবলিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা থেকে কাতার হয়ে বুধবার বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে ও স্থানীয় সময় সকাল ৯টা ৫মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া।

বিমানবন্দরে ইমিগ্রেশনসংক্রান্ত কার্যক্রম শেষ হলে সেখান থেকে সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়।

ক্লিনিকে বিগত সময়ের চিকিৎসাসংক্রান্ত সব রিপোর্ট পর্যালোচনার পর প্রফেসর কেনেডির অধীনে তাকে ভর্তি করা হয়। ক্লিনিকে ভর্তি হওয়ার পর বুধবার দিবাগত মধ্যরাত পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে ছিলেন লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের সেবা-যত্নে হাসিখুশিভাবে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে তিনি পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের নিজ হাতে রান্না করা খাবার এবং নাশতা খেয়েছেন।

যুক্তরাজ্য বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালেও তারেক রহমান মায়ের জন্য বাসায় তৈরি করা নাশতা নিয়ে ক্লিনিকে যান।