মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতা সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে। এ সময় সাইফকে ৬ বার ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত। তবে কারিনা কাপুর ও বাচ্চারা নিরাপদে রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
হামলার পর সাইফ আলি খান ও কারিনা কাপুরের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, কারিনা ও বাচ্চারা নিরাপদে রয়েছে। বান্দ্রার ওই ফ্লাটে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারীকে নিয়ে থাকেন সাইফ।
বিবৃতিতে বলা হয়েছে, গত রাতে সাইফ আলি খান এবং কারিনা কাপুর খানের বাড়িতে চুরির চেষ্টা হয়েছিল। এ সময় সাইফের হাতে চোট লাগে।
তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিবারের বাকি সদস্যরা নিরাপদে রয়েছে। পুলিশ তদন্ত করছে উল্লেখ করে ধৈর্য ধরতে গণমাধ্যম ও ভক্তদের অনুরোধ করা হয়েছে।