ছবিটি দেখে প্রথমেই মনে হবে ম্যাচ শেষের কুশল বিনিময় করছেন দুই দলের দুই খেলোয়াড়। তবে যারা এমনটি ভাববেন, তারা ভুল করবেন। ব্যাটার ডেভিড মালান ম্যাচ শেষে প্রতিপক্ষ খালেদ আহমেদকে পরাজয়ের সান্ত্বনা দেননি, মা হারানো ছেলেকে সান্ত্বনা দিয়েছেন।
ম্যাচ শেষে মালান তাকে কী বলেছেন তা জানিয়েছেন খালেদ।
চিটাগাং কিংসের পেসার বলেছেন, ‘মালান নিজ থেকে আমার দিকে এগিয়ে এসেছিলেন। খেলার পর তো নরম্যাল হ্যান্ডশেক হয়। আমি মনে করেছিলাম সে রকমই। এরপর কয়েক সেকেন্ড কথা হয়।
আমার খোঁজখবর নিলেন। মায়ের মৃত্যুতে শোক জানিয়েছিলেন। বললেন, আমাকে মাঠে দেখে খুশি হয়েছেন। শক্তি রাখতে বললেন।
ধৈর্য ধরতে বললেন। আমি থ্যাংকস জানালাম।’
দল ম্যাচ হারলেও শোককে শক্তিই বানান খালেদ। ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়ে ফরচুন বরিশালের ওপর চাপও তৈরি করেছিলেন তিনি। তবে চিটাগাং মাত্র ১২১ রানে সংগ্রহ পাওয়ায় তাতে আর জয় পাওয়া হয়নি।
মালানের ফিফটিতেই ৬ উইকেটের জয় পায় বরিশাল।
গত ১৬ জানুয়ারি খালেদের মা মারা যান। সেদিন চিটাগাংয়ের দুর্দান্ত জয়ে অবদানও রেখেছিলেন তিনি। কিন্তু ম্যাচ শেষে সতীর্থর সঙ্গে তার করা আনন্দটা দ্রুতই বিষাদে পরিণত হয়। ম্যাচ শেষে যখন মায়ের মৃত্যুর সংবাদ শোনেন এই পেসার।