Home অর্থ-বাণিজ্য জুয়েলারি ব্যবসায়ীদের কয়েক মাস ধৈর্য ধরতে হবে : বাজুস

জুয়েলারি ব্যবসায়ীদের কয়েক মাস ধৈর্য ধরতে হবে : বাজুস

SHARE

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের মায়ের চোখের পানি শুকানোর আগেই দেশের পরিবর্তন চান বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) নেতারা। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে কুমিল্লা জেলা শাখা আয়োজিত এক মতবিনিময়সভায় বক্তারা এ কথা বলেন।

তারা বলেন, ৫ আগস্টের পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবস্থা নাজুক। দিন দিন পরিস্থিতির উন্নতি হলেও বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি ও পুলিশি হয়রানি।
বর্তমানে জুয়েলারি ব্যবসার দুঃসময় চলছে। জুয়েলারি ব্যবসায়ীদের আরো কয়েক মাস ধৈর্য ধরতে হবে। সরকারকে সুযোগ দিতে হবে। নিজেরা নিজেদের মাল সুরক্ষিত রাখার দায়িত্ব নিতে হবে।
প্রয়োজনে কয়েক মাস ব্যবসা না করে মূলধন টিকিয়ে রাখারও পরামর্শ দিয়েছেন তারা।

ব্যবসায়ীদের উদ্দেশে বক্তারা বলেন, আপনারা জেনে-বুঝে পুরনো সোনা ক্রয় করবেন এবং চোরাই সোনা ক্রয় করা থেকে বিরত থাকবেন। আর পুরনোর ক্ষেত্রে খরিদ রসিদ, এনআইডি কার্ড ও রেফারেন্স নিয়ে ক্রয় করতে হবে। আইনের ভাষায়, মাল যার কাছে পাওয়া যাবে, সে-ই অপরাধী।
ব্যবসায়ীদের হয়রানি বন্ধে প্রয়োজনে প্রচলিত আইন সংশোধন করতে হবে। সেই বিষয়ে আমরা দাবি জানাব। আশা করি, কুমিল্লার কোনো ব্যবসায়ী চোরাই মালের ব্যবসা করেন না। ভবিষ্যতেও করবেন না। যদি কেউ এ ধরনের কাজের সঙ্গে জড়িত থাকেন, আমরা তাদের আশ্রয়-প্রশ্রয় দেব না।

বাজুস কুমিল্লা জেলা শাখার সভাপতি আলহাজ শাহ্ মো. আলমগীর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. রিপনুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. জয়নাল আবেদীন খোকন, কার্যনির্বাহী সদস্য আলহাজ মো. মজিবর রহমান খান ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য প্রণব সাহা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাজুস কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক আলহাজ তাজুল ইসলাম, সহসভাপতি মনিরুল ইসলাম বাচ্চু, মাহবুবুর রহমান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. শাহ জালাল মাছুম, আপ্যায়ন সম্পাদক হুমায়ুন কবীর মুন্না, দপ্তর সম্পাদক বেলাল হোসাইন প্রমুখ।