গির্জার আনুষ্ঠানিকতা শেষে হোয়াইট হাউসে বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেনের চায়ের দাওয়াতে অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও স্ত্রী মেলানিয়া ট্রাম্প।
সোমবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউসে পৌঁছালে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন তাদের স্বাগত জানান।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৮৩৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট মার্টিন ভ্যান বুরেন এবং অ্যান্ড্রু জ্যাকসনের মাধ্যমে চা ঐতিহ্য শুরু হয়েছিল।
তবে ২০২১ সালে ট্রাম্প বাইডেনকে চা খাওয়ার আমন্ত্রণ না জানিয়ে সেই ঐতিহ্য ভাঙেন।
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। শেষ মুহূর্তে শপথ গ্রহণের আনুষঙ্গিক কাজ সম্পাদনে ব্যস্ত সময় পার করছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার (২০ জানুয়ারি) সকালে হোয়াইট হাউসের উল্টো দিকে অবস্থিত সেন্ট জন্স চার্চে যান ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ পরিবারের সদস্যরা।
ট্রাম্প ছাড়াও নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে সেন্ট জন্স চার্চে উপস্থিত ছিলেন।
স্থানীয় সময় সোমবার দুপুরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক অভিষেক হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার শপথ নেওয়ার আগে অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফেরত পাঠাবেন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
ওয়াশিংটনে এক বিজয় সভায় তিনি বলেন, “আমেরিকার প্রতিটি সমস্যার ‘ঐতিহাসিক গতি এবং শক্তিতে’ সমাধান করা হবে। তিনি বলেন, আগামীকাল সূর্যাস্তের আগেই আমাদের দেশে বাইরে থেকে ‘আক্রমণ’ বন্ধ হয়ে যাবে।” প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাইডেন জমানার ‘প্রতিটি কট্টরপন্থী এবং বোকা বোকা সরকারি নির্দেশ’ প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।