এবার যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী বা কোস্টগার্ডের প্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিনই বাইডেন আমলের গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তাকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরুর ধারাবাহিকতায় তিনি এ পদক্ষেপ নিলেন।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর কোস্টগার্ডের প্রধান কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফাগানকে সরিয়ে দেওয়ার এ তথ্য জানিয়েছে। মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো শাখার প্রথম ইউনিফর্মধারী নারীপ্রধান ছিলেন তিনি।
হোমল্যান্ড সিকিউরিটিবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী বেনিয়ামিন হাফম্যান কোস্টগার্ডের ওয়েবসাইটে দেওয়া একটি বার্তায় লিন্ডা লি ফাগানকে তার ‘দীর্ঘদিনের ও বর্ণাঢ্য পেশাগত দায়িত্ব পালন’ শেষে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘নেতৃত্বের ঘাটতি, অপারেশনাল ব্যর্থতা এবং মার্কিন কোস্টগার্ডের কৌশলগত উদ্দেশ্যগুলো এগিয়ে নিতে অক্ষমতার কারণে হাফম্যান ফাগানকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, এর অন্যতম কারণ হলো ফাগানের বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তি (ডিইআই) নীতির ওপর ‘অতিরিক্ত’ মনোযোগ। ফাগান এবং কোস্টগার্ডের সঙ্গে তাৎক্ষণিকভাবে মন্তব্য করা সম্ভব হয়নি।
ট্রাম্প ফেডারেল সরকারি সংস্থাগুলোতে ডিউআই প্রোগ্রামগুলো বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রোগ্রামগুলোর লক্ষ্য ছিল সশস্ত্র বাহিনীজুড়ে বৈচিত্র্য বৃদ্ধি করা, যাতে তারা আমেরিকানদের রক্ষা করার জন্য কাজ করে।
কোস্টগার্ড অতীতে যৌন নির্যাতনের অভিযোগের জন্য তদন্তের মুখোমুখি হয়েছে, বর্ণবাদের অভিযোগও রয়েছে। কোস্টগার্ড একটি সশস্ত্র বাহিনী হলেও, এটি পেন্টাগনের নয়, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনে পড়ে।
ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রিক লারসেন বলেছেন, ‘ফাগানকে অপসারণের সিদ্ধান্ত ভুল, এটি বাহিনীকে ক্ষতিগ্রস্ত করবে।’
মার্কিন কোস্ট গার্ড যৌন নির্যাতনের জন্য তদন্তের মুখোমুখি হচ্ছে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, তারা কয়েক দশক ধরে চলা নির্যাতনের ঘটনা ধামাচাপা দিয়েছে। সিনেটের একটি উপকমিটি জানিয়েছে, এটি ভুক্তভোগীদের লজ্জা দিয়েছে ও অপরাধীদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে।
যৌন নির্যাতনের শিকার বলে দাবি করা বেশ কয়েকজন মার্কিন কোস্ট গার্ড একাডেমির শিক্ষার্থী গত বছর ১৩০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে অভিযোগ দায়ের করেছেন, স্কুলটির বিরুদ্ধে যৌন সহিংসতা নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেওয়ার অভিযোগ করেছেন।
ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক ফেডারেল সরকারের নতুন প্রশাসনের ব্যয় হ্রাস করার প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন। তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তি প্রচারের প্রচেষ্টার কথা বলেছেন কিন্তু স্পষ্টভাবে ফাগানের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেননি।
সূত্র : রয়টার্স