Home খেলা দুই বন্ধুর টিকে থাকার লড়াই

দুই বন্ধুর টিকে থাকার লড়াই

SHARE

সময়ের আবর্তে ম্যানচেস্টার সিটির এখন এমন অবস্থা যে চ্যাম্পিয়নস লিগের ২৪ দলের মধ্যেই থাকা এখন কঠিন হয়ে যাচ্ছে তাদের। কিছুদিন আগেও ইউরোপিয়ান শিরোপার লড়াইয়ে থাকা প্যারিস সেন্ত জার্মেইয়েরও একই হাল। শেষ ষোলোয় যাওয়ার প্লে অফ অনিশ্চিত তাদের। প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে আজ মুখোমুখি হচ্ছে পতনোন্মুখ এই দল দুটি।

নতুন ফরম্যাটের ইউরোপীয় আসরে ভালো অবস্থায় নেই রিয়াল মাদ্রিদও। সিটি, পিএসজির চেয়ে তাদের অবস্থা কিছুটা ভালো হলেও শীর্ষ ২৪ এখনো নিশ্চিত নয় তাদের। তবে আজ ঘরের মাঠে সলজবুর্গকে হারিয়ে সেই অনিশ্চয়তা অনেকটাই কাটিয়ে ফেলতে পারে কার্লো আনচেলত্তির দল। লিগ পর্বের শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোর পথে থাকা আর্সেনাল ও ইন্টার মিলান নামছে আজ।

ঘরের মাঠে গানাররা আতিথ্য দেবে ডিনামো জাগরেবকে। ইন্টার খেলবে স্পার্টা প্রাগের মাঠে। প্যারিসে ম্যান সিটির বিপক্ষে সর্বশেষ দেখায় জিতেছে পিএসজি। চার হারের বিপরীতে ইংলিশ দলটির বিপক্ষে সেটিই একমাত্র জয় তাদের।

এই মুহূর্তে চ্যাম্পিয়নস লিগ টেবিলে ছয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সিটিজেনরা আছে ২২তম স্থানে। প্লে অফ স্পটের ঠিক এক ধাপ নিচে অর্থাৎ ২৫তম স্থানে এখন পিএসজি। তাদের পয়েন্ট ৭। আজ ম্যান সিটির বিপক্ষে ম্যাচ শেষে হাতে আর একটি ম্যাচই বাকি থাকবে তাদের। তাই আজ হেরে গেলে নিজেদের হাতে আর কিছু থাকবে না পিএসজির।

তাদের প্লে অফ নিশ্চিত হবে শেষ দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেলে। সিটি ২২তম স্থানেও স্বস্তিতে নেই। কারণ আজ পিএসজির মাঠে নামার আগেই তাদের পেছনে ফেলে দিতে পারে পিএসভি আইন্দহোভেন ও স্টুটগার্ট। প্লে অফের সম্ভাবনা বাড়াতে সিটিকেও তাই জিততে হবে। সিটিভক্তদের জন্য আশার কথা, খুব বাজেভাবে মৌসুম শুরু করা গার্দিওলার দল শেষ কয়েক ম্যাচে অবশ্য নিজেদের ফিরে পেয়েছে। উয়েফাডটকম