Home আন্তর্জাতিক ট্রাম্পকে কটাক্ষ করে ডেনিশ এমপি বললেন, ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়’

ট্রাম্পকে কটাক্ষ করে ডেনিশ এমপি বললেন, ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়’

SHARE

গ্রীনল্যান্ড ইস্যুতে নতুন ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেছেন ডেনিশ রাজনীতিবিদ অ্যান্ডারস ভিস্টিসেন। মঙ্গলবার (২১ জানুয়ারী) স্ট্রাসবার্গের ইউরোপীয় পার্লামেন্টে নতুন মার্কিন প্রশাসন নিয়ে আলোচনার সময় তিনি গ্রীনল্যান্ড ইস্যুর সমালোচনা করেন।

স্ট্রাসবার্গের ইউরোপীয় পার্লামেন্টে তিনি বলেছেন, ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।’ এ সময় তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করেন।
এরপর তার মাইক বন্ধ করে দেওয়া হয়। নভেম্বরে পুনঃনির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ করার আগ্রহ প্রকাশ করে আসছেন।

তিনি গ্রিনল্যান্ড হস্তান্তরে ডেনমার্ককে রাজি করানোর ক্ষেত্রে সামরিক বা অর্থনৈতিক শক্তি ব্যবহারের কথাও অস্বীকার করেননি। এদিকে স্ট্রাসবার্গের ইউরোপীয় পার্লামেন্টে নতুন মার্কিন প্রশাসন নিয়ে আলোচনার সময় অশ্লীল ভাষা ব্যবহারের জন্য ডেনিশ রাজনীতিবিদ অ্যান্ডার্স ভিস্টিসেনকে বরখাস্ত করা হয়েছে।

অ্যান্ডারস ভিস্টিসেন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সতর্কভাবে শুনুন। গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। আমাকে একটি শব্দ প্রয়োগ করতে দিন, যেটা হয়তো আপনি বুঝবেন। মি. ট্রাম্প (আপত্তিকর শব্দ)।
’ এরপর ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট নিকোলাই স্টেফানুটা বলেন, ‘গণতন্ত্রের এই হাউসে ট্রাম্প সম্পর্কে আমরা যাই ভাবি না কেন, এমন ভাষা ব্যবহার করা যাবে না।’

ইউরোপীয় পার্লামেন্টের আরেক সদস্য লরা ব্যালারিন সেরেজা টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক এবং মেটার সিইও মার্ক জাকারবার্গসহ প্রযুক্তি সংস্থার নির্বাহীদের দেওয়া এক বার্তায় বলেন, ‘ইউরোপে, আমাদের লাখ লাখ ব্যবহারকারীর একটি বাজার রয়েছে, যারা আপনার কম্পানিগুলোকে অর্থ সরবরাহ করে… তবে আমরা আইন তৈরি করে আমাদের নাগরিক এবং গণতন্ত্রকে রক্ষা করতেও ভালোবাসি।’

তিনি আরো বলেন, ‘আপনারা যদি এটি পছন্দ না করেন, তবে আপনারা (ইউরোপের বাজার) ছেড়ে যেতে পারেন এবং আপনার নাৎসি স্যালুট ও শক্তি গুটিয়ে বাড়ি ফিরে যেতে পারেন।’

সূত্র: আরটিই