ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দফায় ইসরায়েলি দুই কারাগার থেকে ২০০ ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন। এর আগে চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় হামাস। এর পরিবর্তে তারা এই ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল।
শনিবার ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের অফার কারাগার ও নেগেভ মরুভূমির কাজিয়ত কারাগার থেকে এসব ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হয়।
এদের মধ্যে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ রয়েছেন।
এর আগে শনিবার (২৫ জানুয়ারি) ফিলিস্তিনের স্থানীয় সময় সকাল ১১টার একটু পরে রেডক্রসের হাতে মুক্তি পাওয়া চার ইসরায়েলি নারী সেনাদের হস্তান্তর করা হয়। তারা হলেন লিরি আলবাগ (১৯), দানিয়েলা গিলবোয়া (২০), কারিনা আরিয়েভ (২০) এবং নামা লেভি (২০)।
জিম্মি মুক্তির আগে হামাস ও মিত্র সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজি) সদস্যরা গাজা শহরের চত্বরে ব্যাপক শোডাউন করে যেখানে এই চার ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ফিরে আসা চার জিম্মিকে ইসরায়েলি ভূখণ্ডে ফিরে আনার পর প্রাথমিক শারীরিক পরীক্ষা করা হবে তাদের।
গত ১৯ জানুয়ারি কার্যকর হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম দফায় ৯০ কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিল ইসরায়েল। বিপরীতে তিনজন জিম্মিকে মুক্তি দেয় হামাস।