রাজধানীর বংশালে আরমানিটোলা মাঠের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (০৭ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। তাদের মধ্যে তিনজনকে মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে তিতাস গ্যাসের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, সুয়ারেজের পাইপে গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটেছে। তবে তদন্ত ছাড়া এখনই এ বিস্ফোরণ সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি তারা।