গেল মাসের মাঝামাঝি সময়ে নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলী খান। ছুরিকাহত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। এরপর খানিক সুস্থ হয়ে আট দিন পর গত ২১ জানুয়ারি বাড়ি ফেরেন এই অভিনেতা। এরমধ্যে মুম্বাই পুলিশকে তদন্তে সাহায্য করে চলেছেন।
এরমধ্যে বাড়ি ফেরার প্রায় ১৩ দিন পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন পতৌদীর ছোট নবাব। এসময় অভিনেতার পরনে ছিল ডেনিম শার্ট এবং জিন্স। চুল ছিল ব্যাকব্রাশ করা এবং পাতলা গোঁফ। তবে অভিনেতার বাঁ হাতে ব্যান্ডেজ সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
স্বাভাবিকভাবেই সাংবাদিক সম্মেলনে সাইফের দিকে একাধিক প্রশ্ন আসে। অভিনেতা কেমন আছেন, জানতে চান অনেকেই। সাইফ তার সংক্ষিপ্ত উত্তরে বলেন, ‘এখানে আপনাদের সবার সামনে দাঁড়িয়ে থাকতে পেরে ভালো লাগছে। আমি এই ছবিটা নিয়ে খুবই উত্তেজিত।
’
এদিকে সোমবার প্রকাশ্যে আসে সাইফ অভিনীত নতুন সিনেমা ‘জুয়েল থিফ’ এর ফার্স্ট লুক। সেটির উন্মোচন অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন অভিনেতা।
অভিনেতা সিনেমাটি প্রসঙ্গে আরো বলেন, ‘দীর্ঘ দিন ধরে পরিচালকের সঙ্গে এই ছবিটা নিয়ে কথা হয়েছে। আমি সব সময়েই এই ধরনের ছবির অংশ হতে চাইতাম। এত ভালো সহ-অভিনেতাদের সঙ্গে এ রকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম।
’
প্রসঙ্গত, সিনেমাটির প্রেক্ষাপট একটি মূল্যবান হীরে চুরির ঘটনাকে কেন্দ্র করে। এতে সাইফ ছাড়াও অভিনয় করেছেন জয়দীপ অহলাওয়াট। ছবিটির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটি মুক্তি পাবে একটি ওটিটি প্লাটফর্মে।
অন্য দিকে, সাইফ-কাণ্ডে ধৃত শরিফুল ইসলাম শেহজাদ আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।