Home আন্তর্জাতিক ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

SHARE

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মঙ্গলবার ইউক্রেনের ইজিউম শহরে পাঁচজন নিহত ও ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ২০২২ সালে রাশিয়া অস্থায়ীভাবে এই শহর দখল করেছিল।

হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, ‘এই নিষ্ঠুরতা মেনে নেওয়া অসম্ভব।’ তিনি মস্কোর বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নিতে মিত্রদের প্রতি আহ্বান জানান।

রাশিয়ার সীমান্তবর্তী খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ জানান, রাশিয়ার হামলায় ৫০ জন আহত হয়েছে, যার মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরীও রয়েছে।

উদ্ধারকর্মীদের প্রকাশ করা ছবিতে দেখা যায়, এক নারী মৃতদেহগুলোর সামনে কান্নায় ভেঙে পড়েছেন, ধ্বংসস্তূপে রক্তের দাগ লেগে আছে এবং একটি ভবনে বড় একটি গর্ত তৈরি হয়েছে।

জেলেনস্কি জানান, হামলায় নগর পরিষদের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গভর্নর সিনেগুবভ বলেছিলেন, পাঁচতলা একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বলেন, ‘রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করা দরকার। যতটা সম্ভব শক্তি প্রয়োগ করতে হবে—অস্ত্রের শক্তি, নিষেধাজ্ঞার শক্তি, কূটনীতির শক্তি, যাতে এই সন্ত্রাস বন্ধ হয় ও মানুষের জীবন রক্ষা পায়।’

ইজিউম শহরের জনসংখ্যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের আগে প্রায় ৪৫ হাজার ছিল। যুদ্ধের শুরুতে রাশিয়া কয়েক মাস শহরটি দখলে রাখার পর ইউক্রেনীয় বাহিনী সেটি পুনরুদ্ধার করে।
তবে বর্তমানে রুশ বাহিনী ওই অঞ্চলে অগ্রসর হচ্ছে এবং ২০২২ সালে ইউক্রেনের পাল্টা আক্রমণে যে এলাকা পুনরুদ্ধার হয়েছিল, তা আবার দখলে নিচ্ছে। একই সঙ্গে তারা বোমাবর্ষণও বাড়িয়েছে। শহরটি যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

সূত্র : এএফপি