Home বিনোদন ‘তোর বাবার রাজত্ব নাকি’, আরিয়ানকে প্রশ্ন শাহরুখের

‘তোর বাবার রাজত্ব নাকি’, আরিয়ানকে প্রশ্ন শাহরুখের

SHARE

তিনি বলিউড বাদশা। বাঘা বাঘা সব পরিচালকরা তার ‘ডেট’ পেতে দীর্ঘ অপেক্ষা করেন। সেই শাহরুখ খানকেই নাকি দুই লাইন বলতে গিয়ে নাস্তানাবুদ হতে হল! কারণ ক্যামেরার নেপথ্যে যিনি রয়েছেন, সেই মানুষটি বিশেষ। আরিয়ান খান, শাহরুখপুত্র।

সোমবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হলো ‘নেক্সট অন নেটফ্লিক্স’ ইভেন্ট। যেখানে এই অ্যানাউন্সমেন্ট পেতেই জড়ো হয়েছিলেন সবাই। নিজের ছেলের প্রথম পরিচালনায় প্রথম সিরিজের শিরোনাম উন্মোচন করেন শাহরুখ খান। সিরিজের নাম ‘দ্য ব্যা***ডস অব বলিউড’।
যা চলতি বছরেই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। এটি প্রযোজনা করেছে শাহরুখের রেডচিলি এন্টারটেনমেন্ট। গৌরী খানের প্রযোজনায় নির্মিত এই সিরিজটি সহ-পরিচালক হিসেবে আছেন বিলাল সিদ্দিকী ও মানব চৌহান।

২ মিনিট ১০ সেকেন্ডের প্রোমোয় দেখা গেল, একটি মাত্র সংলাপ বলতে গিয়ে বারবারই ব্যর্থ হতে হচ্ছে শাহরুখ।
পরিচালক মহাশয় (আরিয়ান) যেন তাঁর সব প্রচেষ্টাই একেবারে নাকচ করে দিচ্ছেন! শাহরুখ যাই করেন, কোনোকিছুই যেন তার পছন্দ হচ্ছে না! এমন উপদ্রবে অবশেষে তুমুল রেগে শাহরুখ প্রশ্ন ছুড়ে দেন, ‘তোর বাবার রাজত্ব নাকি?’ ক্যামেরার আড়াল থেকে মুখ বার করে আরিয়ানের সংক্ষিপ্ত উত্তর, ‘হ্যাঁ’। আর প্রথমবার পর্দায় পিতা-পুত্রের যুগলবন্দি দেখে উচ্ছ্বসিত সকলেই।

সিরিজটি প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘আমি শুধু একজন নামধারী প্রযোজক। আমার একটা সরল বিশ্বাস আছে। এই প্রযোজক, লেখক, প্রযোজনা, পরিচালক নই।
আমি শুধু একজন স্টার।’

নেটফ্লিক্সের অফিসিয়াল বিবরণ অনুসারে, এই সিরিজ বলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালের বাস্তবতাকে তুলে ধরবে। সিরিজটি উচ্চাকাঙ্ক্ষা, বিশৃঙ্খলা ও ব্যঙ্গাত্মক হাস্যরসের মাধ্যমে বলিউডের ভেতরের দুনিয়া সম্পর্কে দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।

শাহরুখের মতো অভিনয় করবেন নাকি অন্য কোনও ক্যারিয়ার বাছবেন আরিয়ান, তা নিয়ে জল্পনা অনেক আগে থেকেই ছিল বলিউডে। তবে শাহরুখপুত্র আরিয়ান কখনই খোলসা করেননি আসলে কী করবেন তিনি। তবে বলিউড সূত্রে জানা যায়, আরিয়ান নাকি অভিনয়ের থেকে সিনেমা পরিচালনাতেই বেশি মন দিতে চান। তার মাঝেই মদের কোম্পানি ও পোশাকের ব্র্যান্ড খুলে ফেলেন আরিয়ান। তার পরেই খবরে আসে তিনি সিরিজ পরিচালনা করছেন। এবার প্রমো মুক্তির মধ্য দিয়েই সেই সিরিজ ঘিরে আগ্রহ তুঙ্গে উঠল।