Home জাতীয় সাবেক প্রতিমন্ত্রী জাকিরের ছেলে সাফায়াত গ্রেপ্তার

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের ছেলে সাফায়াত গ্রেপ্তার

SHARE

প্রাথমিক ও গণশিক্ষা মন্তণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়াত বিন জাকির (৩০) ও এপিএস শাহ মোহাম্মদ নুরুজ্জামান (৫৬)ওরফে লিটকে গ্রেপ্তার করেছেন পুলিশ। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকায় একটি বাসা থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক  প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়াত বিন জাকিরকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি ও কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় ২০১৮ সালে নির্বাচন সময়ে মারামারি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনাসহ দুটি মামলা আছে।

এদিকে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বিএনপির সমর্থক বদিউজ্জামানের পুকুরে মাছ চুরি ও চাঁদাবাজির মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের এপিএস শাহ মোহাম্মদ  নুরুজ্জামান (৫৬) ওরফে লিটকে গ্রেপ্তার করেছেন রাজিবপুর থানা পুলিশ

 

অফিসার ইনচার্জ (ওসি) তছলিম উদ্দিন বলেন, ২০১৮ সালে পুকুরে মাছ চুরি ও চাঁদাবাজির মামলায় তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।