বিপিএলে খুলনা টাইগার্সের ওপেনার মোহাম্মদ নাঈমের ব্যাট হাসছেই। রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে তানজিদ তামিমকে ছাড়িয়ে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। আজ চিটাগাং কিংসের বিপক্ষে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক আসরে ৫০০ রানের মাইলফলক ছুঁয়েছেন এই ব্যাটার।
৪৯২ রান নিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নেমেছিলেন নাঈম।
দ্বিতীয় ওভারে শরিফুলকে দুটি চার মেরে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন ওপেনার। পরে আরো ১১ রান যোগ করে নিজের রান সংখ্যাকে দাঁড় করান ৫১১।
এর আগে ২০২৩ সালে এমন কীর্তি গড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সিলেট স্ট্রাইকার্সের হয়ে সেবার ৫১৬ রান করেছিলেন তিনি।
সবমিলিয়ে বিপিএলে এক আসরে এই মাইলফলক স্পর্শ করা তৃতীয় ব্যাটার নাঈম। দুই বাংলাদেশির সঙ্গে এই তালিকার অন্য নামটি দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোর।
ফাইনালে উঠতে নাঈমের দল শিমরন হেটমায়ারের ফিফটিতে ৬ উইকেটে ১৬৩ রান করেছে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের ৬৩ রানের বিপরীতে ৪১ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।