বলিউড তারকা সালমান খানকে হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির জামিন মঞ্জুর করেছেন বোম্বে হাইকোর্ট। পুলিশ সূত্রে জানা গেছে, বলিউডের ভাইজান সালমান খানকে হত্যার পরিকল্পনা করেছিল বিষ্ণোই গ্যাং। সেই গ্যাংয়ের সঙ্গেই যুক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয় এই দুই ব্যক্তিকে। একজন অভিযুক্তের নাম গৌরব ভাটিয়া ওরফে সন্দীপ বিষ্ণোই এবং অপরজন ওয়াসপি মেহমুদ খানা।
গত বছর তাদের কাস্টডিতে নিয়েছিল পুলিশ।
পিটিআই সূত্রে জানা যায়, ওই দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আদালত উল্লেখ করেছেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে উপস্থিতি ছাড়া দুজনের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাদের বিরুদ্ধে কোনো আপত্তিকর তথ্য এখনো জোগাড় করতে পারেনি মুম্বাই পুলিশ।
এমনকি হোয়াটসঅ্যাপ চ্যাটগুলোও অস্পষ্ট। তবে আদালতের পক্ষ থেকে এই দুজনের গতিবিধি নিষিদ্ধ করা হয়েছে এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের মুম্বাই শহর এবং শহরতলির জেলাগুলোতে প্রবেশ নিষিদ্ধ করেছে।
২০২৪ সালের ১৪ এপ্রিল বান্দ্রায় অভিনেতার বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার তদন্ত করতে গিয়ে তার ফার্মহাউসে হামলার ষড়যন্ত্রের কথা জানতে পারে পুলিশ। অভিযুক্ত ভাস্পি মেহমুদ খান ওরফে ভাসিম চিকনা এবং গৌরব বিনোদ ভাটিয়া ওরফে সন্দ্বীপ বিষ্ণোইকে গুলি চালানোর ঘটনার কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছিল।
আর এরপরই পানভেল পুলিশ জানতে পারে, অভিযুক্ত অজয় কাশ্যপের সম্পর্কে, যিনি সালমান খানের ফার্মহাউসে রেকি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ভাসপি ও গৌরবের সঙ্গে কাশ্যপের যোগাযোগ ছিল।
অভিযুক্ত পক্ষের আইনজীবী তনভীর আজিজ প্যাটেল এবং অসিত যশবন্ত চাওয়ার বলেন, এই মামলায় সালমান জড়িত থাকার কারণে এবং মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার কারণে দায়রা আদালত তাদের জামিনের আবেদন আগেই খারিজ করে দিয়েছিল। আইনজীবীরা আরো দাবি করেন যে তাদের ক্লায়েন্টদের বিরুদ্ধে একমাত্র অভিযোগ হলো, হোয়াটসঅ্যাপ চ্যাটে উপস্থিতি, যেখানে কথিত ষড়যন্ত্রটি করা হয়েছিল। এক অভিযুক্ত দীপক গগৈ ইতিমধ্যেই জামিন পেয়েছেন।
আইনজীবীরা আদালতের কাছে তাদের মক্কেলদের জন্য স্বস্তি চান এবং জোর দিয়ে বলেন যে তারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অংশ ছিলেন না বা ষড়যন্ত্রে জড়িত ছিলেন না। এরপর তাদের জামিন মঞ্জুর করা হয়।